আন্তর্জাতিক ডেস্ক:
ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন পরিচালনার উদ্বৃত্ত ৪০ লাখ ডলার পশু হাসপাতাল তৈরিতে ব্যয় করবে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে গতকাল শনিবার এসব কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রার স্বীকৃতি দেয় এল সালভাদর। এরপরই ভার্চ্যুয়াল মুদ্রার দাম ১০ শতাংশ কমে যায় গত ৯ সেপ্টেম্বর। তবে গত সপ্তাহগুলোতে তা ৩০ শতাংশের বেশি বেড়ে মে মাসের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে।
মার্কিন ডলার এবং বিটকয়েনের মধ্যে তাৎক্ষণিক বিনিময় সহজ করার উদ্দেশ্যে গত আগস্টে ১৫ কোটি ডলার রিজার্ভ নিয়ে বিটকয়েন ট্রাস্ট গঠন করে এল সালভাদর। বুকেলের ভাষ্য অনুযায়ী, সে ট্রাস্টে এখন অতিরিক্ত ৪০ লাখ ডলার রয়েছে।
টুইটারে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে লেখেন, ‘আমরা ওই অর্থের একাংশ এতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লোমশ বন্ধুদের জন্য একটি পশু হাসপাতালে।’
হাসপাতালটি মৌলিক এবং জরুরি চিকিৎসাসেবার পাশাপাশি পুনর্বাসনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।
বিএসডি /আইপি