বিনোদন ডেস্ক:
কে-পপ ঘরানার গান বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। যেসব ব্যান্ডের বদৌলতে এই জনপ্রিয়তা, তাদের মধ্যে প্রথম নামটিই হলো বিটিএস। এই দলটির পরিচিতি, রেকর্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে বিটিএসের পাশাপাশি আরেকটি ব্যান্ডও ঝড়ের গতিতে এগিয়ে গেছে বিশ্ব সংগীতে। সেটা হল ‘ব্ল্যাকপিংক’।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড আর্টিস্ট চ্যানেলের মালিক এখন ‘ব্ল্যাকপিংক’। এই দৌড়ে তারা পেছনে ফেলেছে বিখ্যাত পপতারকা জাস্টিন বিবার এবং বিটিএসকে। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ইউটিউবে ‘ব্ল্যাকপিংক’-এর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৬ দশমিক ৩ মিলিয়ন!
অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবারের অফিসিয়াল চ্যানেলটিতে রয়েছে ৬৫ দশমিক ১ মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং দক্ষিণ কোরিয়ার ‘বিটিএস’-এর চ্যানেলে রয়েছে ৫৭ দশমিক ৮ মিলিয়ন সাবস্ক্রাইবার। ইউটিউব কর্তৃপক্ষ সম্প্রতি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ‘ব্ল্যাকপিংক’কে সর্বোচ্চ সাবস্ক্রাইবড আর্টিস্ট চ্যানেল হিসেবে ঘোষণা করেছে।
‘ব্ল্যাকপিংক’ দলটি গঠিত হয় ২০১৬ সালে। এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন জিসু, জেনি, রোজ এবং লিসা। তারা কে-পপ, ইডিএম এবং হিপহপ ঘরানার গান করে থাকেন। ২০১৬ সালের আগস্টে ব্যান্ডটি ‘স্কয়ার ওয়ান’ অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ করে। ওই বছরের জুন মাসে তারা ইউটিউব চ্যানেল চালু করে। এ পর্যন্ত তাদের চ্যানেলটির ভিডিওতে ভিউ হয়েছে ১ হাজার সাড়ে ৯০০ কোটির বেশি!