নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরতদের ৮ সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়ালের নেতৃত্বে প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার, আয়াতুল্লাহ বেহেস্তি, ছাত্রঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন এবং বিডিআর সদস্য সুবেদার ফখরুদ্দিন, হাবিলদার মনিরুজ্জামান, সিফাহী ফয়জুল আলম, রোকসেদ আলম প্রধান রিয়াল ও মাহবুবুর রহমান।
বিডিআর সদস্য রোকসেদ আলম প্রধান রিয়াল বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আমাদের সঙ্গে আছেন। আমরা একটি প্রতিনিধি দল তার নেতৃত্বে সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করবো। আমরা আমাদের দাবি তুলে ধরবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তবে আমরা বিডিআর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় সরকারের কোনও স্থাপনা বা গাড়ি বা সাধারণ মানুষের কোনও ধরনের ক্ষতি করবো না।’
সর্বশেষ বিকাল সোয়া পাঁচটার দিকে সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিযে যাচ্ছেন। তারা স্লোগান স্লোগানে নিজেদের দাবি জানাচ্ছেন।