স্টাফ করেসপন্ডেন্ট-
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে।বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসতে দেখা যায়।
সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব।
যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে।
শিমুলিয়ায় এখন কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখানে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে।’
বিএসডি/ এমএম