নিজস্ব প্রতিবেদক,
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোন কাজ কাউকে করতে দেওয়া হবে না। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ কমিশন মেনে নেবে না। বানকো ও ক্রেস্ট সিকিউরিটিজের সৃষ্ট ঘটনার পূণ:রাবৃত্তি চাইব না। সমন্বিত গ্রাহক হিসাবের (সিসিএ) টাকা অপব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (০৬ জুলাই) বন্ধ বা সাসপেন্ড ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টের মাধ্যমে অন্য ব্রোকারেজ হাউজে স্থানান্তর এবং অভিযোগ দাখিল করার জন্য “Online Transmission of Securities and Lodging Complaints by the Clients of Suspended Stock-Broker” মডিউল উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেছেন।
তিনি বলেন, এই মডিউলের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন থেকে ঘরে বসেই লিংক অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার অন্য ব্রোকারেজ হাউজে স্থানান্তর ও অভিযোগ দাখিল করতে পারবে। যা করার জন্য বর্তমানে স্বশরীরে সিডিবিএলে গিয়ে ফরম এনে তা পূরণ করে জমা দিতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় এবং ভোগান্তিতে পড়তে হয়। যা মডিউলটি ব্যবহারের মাধ্যমে লাঘব হবে। এই মডিউলটি আগামিকাল থেকে ব্যবহার করা যাবে। মডিউলটির লিংক বিএসইসি, ডিএসই, সিএসই ও সিডিবিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদের নিদের্শনায় মডিউলটি তৈরী করেছে ডিএসই ও সিডিবিএল। যেটি বিনিয়োগকারীদের জন্য সহায়ক, শেয়ারবাজারকে আধুনিকায়নে এগিয়ে নেবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে ও হয়রানি বন্ধ করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।
বিএসইসি কমিশনার বলেন, আমাদের প্রযুক্তিতে সক্ষমতা আছে। যার প্রমাণ বলা মাত্রই আজকের মডিউলটি তৈরী। এই মডিউলের মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হবেন। তাদের ব্যয় কমবে ও সময় বাচঁবে। যা করা আমাদের কাজ।
তিনি বলেন, ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয়ে সফটওয়্যার তৈরী করা হবে। যা বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে। এছাড়া কমিশন আইপিওতে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য সফটওয়্যার তৈরীর কাজ শেষের দিকে নিয়ে এসেছে। যার মাধ্যমে অনলাইনে আইপিও আবেদন করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো ছায়েদুর রহমান, ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করবেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী।
ঢাকা/ এসআই