নিজস্ব প্রতিবেদক,
শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রাইম ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
আর তাতে বিনিয়োগকারীদের হতাশ করল কোম্পানির পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের প্রত্যাশা ছিল এ বছর ন্যূনতম ৫ শতাংশ লভ্যাংশ পাবেন। বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০০৫ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৬ পয়সায়।
তাই বিদায়ী বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পর্ষদ। পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।
এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির বর্তমান শেয়ারহোল্ডার হচ্ছে ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৯ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ শেয়ার।
এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১ শতাংশ শেয়ার।