নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মহাবিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছেন আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজারসংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করে কুটি চন্দ্রখানা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
খবর পেয়ে আশ-পাশের মানুষজন শকুনটিকে এক নজর দেখতে সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। পরে বিকেলে শকুনটিকে বন বিভাগ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, খবর শুনে শকুনটি উদ্ধার করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি এখন আমাদের অফিসের হেফাজতে আছে। আগামীকাল দিনাজপুরের সিংড়ায় অবমুক্ত করা হবে।
বিএসডি/ এলএল