নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরুর সম্ভাব্য সময় আগামী ২০ জানুয়ারি। অনেকটা কাছাকাছি সময়ে অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের। একই সময় আরো একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কথা আছে। এমন পরিস্থিতিতে বিপিএলে তারকা বা ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শঙ্কার কারণ পিএসএল। বিপিএলে যেখানে ড্রাফট তো দূরের কথা ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত হয়নি এখনো, সেখানে পিএসএলে হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট। নামিদামি তারকা নাম লিখিয়েছেন সেখানে। তবে খুব বেশি চিন্তার কারণ দেখছে না বিসিবি।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘আমাদের তো সময়েরও অনেক ব্যাপার আছে। এটা তো অনেক আগে থেকে ক্যালেন্ডার করে রেখেছি। টি-টোয়েন্টিতে অনেক সময় অনেক জায়গায় ক্ল্যাশ হবেই। শারজাহতে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে, খেলোয়াড়ও তো কম নেই।’
যোগ করেন আকরাম, ‘আমার মনে হয় বাংলাদেশে এর আগেও অনেক তারকা খেলোয়াড় খেলে গেছে এবং এবারও শোনা যাচ্ছে অনেক বড় বড় মাপের খেলোয়াড় আসবেন। তো আমার মনে হচ্ছে না বিপিএলে কোনো ধরনের প্রভাব ফেলবে।’
করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বিপিএল। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সে মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল ক্রিকেট বোর্ড। সে টুর্মামেন্টের সবগুলো ম্যাচ হয়েছিল মিরপুরে। এবার শোনা যাচ্ছে অন্তত ৩টি ভেন্যুতে বিপিএল খেলাবে বিসিবি।
আকরাম বলেন, ‘হোটেল একটা ব্যাপার আছে, আমাদের যেহেতু ক্যামেরাও বেশি নেই। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। ক্যামেরা বেশি থাকলে বেশি ভেন্যুতে খেলানো যায়। হয়তো আমরা দুইটা থেকে তিনটা ভেন্যুতে খেলতে পারি।’
বিএসডি/এসএফ