নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সম্প্রীতি বজায় রাখুন, যে সম্প্রীতি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে না পারে। সবাই একসঙ্গে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। কে মারমা, কে ত্রিপুরা, কে বম জাতি তা বিভেদ না করে সবাই মানুষ, এটাকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করে বসবাস করা দরকার।
শনিবার (৫ এপ্রিল) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা।
তিনি বলেন, আমাদের সবাইকে বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে সব ধরনের সমস্যার সমাধানে ভারসাম্যপূর্ণ এবং সম্মতিপূর্ণভাবে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা পার্বত্য অঞ্চলে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সহায়ক ও সুরক্ষামূলক বৃক্ষ ও বনায়ন অর্থাৎ ব্যালেন্স এনভায়রনমেন্ট এবং হারমোনিয়াস অ্যাপ্রোচ গড়ে তুলতে চাই।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেয হয়।