নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রবেশের আগে দেশের বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। টেস্টে যাদের ফল নেগেটিভ আসবে তাদেরই কেবল বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে।
সোমবার (১০ জানুয়ারি) করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।
বিধিনিষেধে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে বিমানবন্দরে কোথায় এবং কয়টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার বুথ বসানো হবে এবিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, এবিষয়ে বেবিচক আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১৩ জানুয়ারি থেকে দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনগত শান্তির সম্মুখীন হতে হবে।
অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোন টিকা সনদ প্রদর্শন করতে হবে।
বিএসডি/ এলএল