স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে উপভোগ্য ম্যাচে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ১৯তম ওভারে চার ছক্কা মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ আলী। এর আগে দারুণ ফিফটি করে জয়ের পথ সহজ করে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। খেলেন ৪৭ বলে ৪ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস। এই ইনিংস দিয়েই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করে ফেলেন।
এই মাইলফলকে এতদিন দ্রুততম ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যিনি আবার বাবর আজমের আদর্শ। শুক্রবার ২৬তম ইনিংসে হাজার রানের মাইলফলক ছুঁয়ে কোহলিকে টপকে যান বাবর। অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফ্যাফ ডু’প্লেসি, অ্যারন ফিঞ্চ এবং কেন উইলিয়ামসন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু’প্লেসি ৩১টি ইনিংস খেলে হাজার রান করেন। ফিঞ্চের লেগেছিল ৩২টি ইনিংস। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬টি ইনিংস খেলে হাজার রান করেন। সবাইকে টপকে এবার শীর্ষে চলে এলেন বাবর। সেইসঙ্গে তার দল টানা তিন ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের পথ পাকা করে ফেলেছে।
বিএসডি/এসএসএ