স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর মালিকানাধীন রেস্তোরাঁ ‘ওয়ান৮ কমিউন’কে নিয়ে বিতর্ক উঠেছে। পুণের এই রেস্তোরাঁর বিরুদ্ধে সমকামীদের প্রবেশে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছে দেশটিতে এলজিবিটিকিউআইএ+ মানুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ইয়েসউইএক্সজিস্ট’।
ইনস্টাগ্রামে ওই সংগঠন অভিযোগ করেছে, কোহলীর রেস্তোরাঁয় শুধুমাত্র বিসমকামী যুগল ও মেয়েদের ঢুকতে দেওয়া হয়। সমকামীদের প্রবেশের অনুমতি নেই। ‘ইয়েসউইএক্সজিস্ট’-এর দাবি, প্রথমে তাদের পক্ষ থেকে রেস্তোরাঁয় সরাসরি বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো জবাব মেলেনি। পরে ফোন করে যোগাযোগ করা হলে রেস্তোরাঁর ওই শাখা বিষয়টি স্বীকার করে।
সংগঠনের আরও দাবি, কর্তৃপক্ষ তাদের জানান রেস্তোরাঁয় সমকামী যুগল বা সমকামী যুবকদের ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে পোশাক-পরিচ্ছদ দেখেই ঢুকতে দেওয়া হয় রূপান্তরকামী মহিলাদের।
যদিও লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের সব অভিযোগই অস্বীকার করেছে ‘ওয়ান৮ কমিউন’। রেস্তোরাঁর কর্মী অমিত জোশী বলেন, ‘কোনও পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই এখানে।’
‘ওয়ান৮ কমিউন’-এর দিল্লি শাখার কর্মী নীহারিকা কুরার বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় ছেলেরা ঢুকতেই পারে। আমরা অতিথিকে না বলতে পারি না। যখন রেস্তোরাঁ ভর্তি থাকে, তখনই একা আসা পুরুষদের ফিরিয়ে দিতে হয়। কিংবা কেউ ছোট প্যান্ট পরে এলে তাকেও ঢুকতে দেওয়া হয় না।’
সূত্র: আনন্দবাজার
বিএসডি/এসএসএ