ভারতের মাটিতে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। যেখানে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার আগে এই মাইলফলক পেরিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আজকের আগে মেগা আসরটিতে এক হাজার রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৪ রান।
সাকিব-মুশফিকের শুরুর যাত্রাটাও একসঙ্গেই হয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজন একত্রে লাল-সবুজের জার্সি গায়ে তোলেন। অবশ্য আজকের ম্যাচে সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে উরুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। স্ক্যান রিপোর্টে পুরো ফিট না থাকায় বিশ্বসেরা অলরাউন্ডারের আজ মাঠে নামা হয়নি। সাকিব-মুশফিক দুজনেই এবার পঞ্চম বিশ্বকাপ খেলছেন।
হাজার ক্লাবে প্রবেশের দিক থেকে মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির। ৩৪তম বিশ্বকাপ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছেন। যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। এছাড়া শ্রীলঙ্কার আরেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট ৩১তম ইনিংস এবং নিউজিল্যান্ডের রস টেইলর ৩০তম ইনিংসে এক হাজার রান করেছিলেন।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটারও মুশফিক। আজকের ম্যাচে না থাকা সাকিব তারচেয়ে ১ ম্যাচ (৩১) কম খেলেছেন। এছাড়া তামিম ইকবাল ২৯ এবং সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪ ম্যাচ।
বিশ্বকাপে এখন পর্যন্ত ২২ জন ক্রিকেটার এক হাজারের মাইলফলকে পৌঁছেছেন। যেখানে ২২৭৮ রান নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এরপর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৭৪৩ এবং লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা করেছেন ১৫৩২ রান।
বিএসডি / এলএম