আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহারে দীর্ঘ ৩০ বছর পানির নিচে থাকার পর ভেসে উঠেছে একটি শতবর্ষী মসজিদ। স্থানীয়দের ভাষ্য মতে, গত শতাব্দীর আশির দশকে রাজ্যের নওয়াদা জেলার ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ করা হলে মসজিদটি তলিয়ে যায়।
মসজিদের স্থাপত্যরীতি ও নির্মাণসামগ্রী দেখে ধারণা করা হচ্ছে এটি গত উনিশ শতকের শেষভাগে নির্মিত। এই হিসাবে মসজিদের বয়স ১২০-১৪০ বছর।
এর উচ্চতা প্রায় ৩০ ফুট। স্থানীয়রা এটিকে নুরি মসজিদ নামেই চেনে।দীর্ঘ ৩০ বছর পানির নিচে থাকলেও মসজিদটি প্রায় অক্ষত আছে। তবে মসজিদ আঙিনায় প্রবেশের প্রধান ফটকটি ধসে গেছে। মসজিদের গম্বুজ টিকে আছে, এমনকি ভেতর-বাহিরের অলংকরণগুলোও খসে পড়েনি। ড্যাম নির্মাণের পর শুষ্ক মৌসুমে মসজিদের গম্বুজগুলো দেখা যেত। কিন্তু সম্প্রতি খড়ার কারণে ড্যামের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ায় সম্পূর্ণ মসজিদটি দৃশ্যমান হয়েছে। মসজিদ দৃশ্যমান হওয়ার পর উৎসাহী মানুষ তা দেখতে আসছে এবং কোনো মুসলিমকে সেখানে আজান দিতেও দেখা গেছে।
উল্লেখ্য, ফুলওয়ারিয়া ড্যামের নির্মাণকাজ ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৮৫ সালে শেষ হয়। তখন স্থানীয় মুসলিমদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সুতরাং ড্যামের পানি পুরোপুরি শুকিয়ে গেলেও এখানে পুনরায় নামাজ শুরু হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
বিএসডি/এফএ