বিনোদন প্রতিবেদক
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। এ জুটির বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। চলতি বছরের শুরুতে অঙ্কুশ বলেছিলেন—‘আগামী ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। এখন শুধু বিয়ের দিনটি চূড়ান্ত করার অপেক্ষা।’
ডিসেম্বর মাস আসার আগেই গত ৬ আগস্ট অঙ্কুশ নিজেই বিয়ের খবর উসকে দেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে যাচ্ছে। স্বপ্ন সত্যি হয়ে এলো।’ এ পোস্টের পর শুভেচ্ছায় ভাসতে থাকেন অঙ্কুশ। টলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানান। এমনকি ঐন্দ্রিলা নিজেও মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেন। সবার ধারণা ছিল, দ্রুত বিয়ের পিঁড়িতে বসছেন এই যুগল।
মাত্র ১১ দিনের মাথায় বিয়ের গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিলেন অঙ্কুশ। গত ৬ আগস্ট অঙ্কুশ যে পোস্ট দিয়ে বিয়ের খবর উসকে দিয়েছিলেন তা মূলত বিয়েকে কেন্দ্র করে নয়। বরং অঙ্কুশ তার স্বপ্নের বিএমডাব্লিউ গাড়ি কেনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর সে কথাই মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে জানিয়েছেন এই অভিনেতা।
নতুন গাড়ির সঙ্গে তোলা ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন—‘অবশেষে সে এসেছে। আমাদের বাড়িতে তোমায় স্বাগত সুন্দরী! যে সব শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন আমি বিয়ে করছি, তাদেরকে জানিয়ে রাখি—সেটিও খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। সবাইকে খুব ভালোবাসি।’
এর আগে ভারতীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন—বাঙালি রীতি মেনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছে রয়েছে তাদের। সাজ-পোশাকেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। ঐন্দ্রিলা একাধিক টিভি ধারাবাহিক নাটকে বউ সেজেছেন। সে কথা মাথায় রেখেই আলাদা ধরনের সাজপোশাকের ইচ্ছা রয়েছে তার। রিসেপশনের দিন এ নায়িকা গাউন পরবেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা।
এদিকে কিছুদিন আগে অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। ফ্ল্যাটের সামনে নিজের ও ঐন্দ্রিলার নামে বোর্ডও লাগিয়েছেন তারা।
‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।
অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
বিএসডি/এমএম