নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন তিন শিফটে এ পরীক্ষা নেওয়া হবে।
বুয়েটের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী পরীক্ষার শিফট ও শিক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়, শিফট-১ (রোল 40001-48071 পর্যন্ত) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা।
শিফট-২ (রোল 60001-68070 পর্যন্ত) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত। শিফট-৩ (রোল 70001-78070 পর্যন্ত) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ ডিসেম্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন।
পরীক্ষার আরো কিছু তথ্য
# মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ : ৪ ফেব্রুয়ারি ২০২৫
# মূল ভর্তি পরীক্ষা : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, (মডিউল ‘A’: গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা) এবং (মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট)।
# ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ : ৮ মার্চ ২০২৫।