নিজস্ব প্রতিবেদক
পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।
বুধবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিকপ সভাপতি মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে- শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ফলে বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এতে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এ সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক ও শিশুদের প্রতি অবিচার হিসেবে আখ্যায়িত করেন।
বিকপ মহাসচিব মো. রেজাউল হক বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে গড়ে ওঠা প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন বর্তমানে দেশের এক কোটিরও বেশি শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে। এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- ২৯ জুলাইয়ের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। তা না হলে ৩০ জুলাই দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও এবং সর্বশেষে দেশব্যাপী অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এরই মধ্যে প্রধান উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। একইসঙ্গে প্রজ্ঞাপন প্রণয়নে জড়িত ‘ফ্যাসিস্ট মানসিকতার’ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. মো. হাসান আলী, লায়ন তাজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।