খেলাধুলা ডেস্ক:
কুয়াশাচ্ছন্ন সকালে শুরু হয় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শনিবার সকালের সেশনের পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় ঠিকঠাকই। তবে দ্বিতীয় সেশন চলাকালীন বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এই সেশনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৫০ মিনিট।
বৃষ্টি বাগড়া দেওয়ার আগে মিরপুর টেস্টে ৪৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২৩ রান তুলেছেন টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৩৮ ও আজহার আলী ২০ রান নিয়ে অপরাজিত আছেন।
মূলত মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচে।
বৃষ্টির মাত্রা খুব বেশি না হওয়ায় উইকেট থেকে ইতোমধ্যে কাভার সরানো হয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানিয়েছেন। ১টা ৫৫ মিনিটে আবারও খেলা শুরু হবে।
বিএসডি/এসএ