বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামীকাল (বৃহস্পতিবার) ৩০ ডিসেম্বর হাবের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।
আদালতে হাবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শাকিলা রওশন ও অ্যাডভোকেট শাহজাহান আকন্দ মাসুম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত।
এর আগে গত ১৫ ডিসেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ হাবের নির্বাচন স্থগিত করেছিলেন। নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদনটি দায়ের করেন হাবেব সাবেক সভাপতি আব্দুস সোবহান ভূইয়া।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে হাব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম। হাব নির্বাচনে ১ হাজার ৪৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। হাব নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দিতা করছে।
বিএসডি/ এলএল