বেনাপোল প্রতিনিধি:
দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সারাদেশের ন্যায় বেনাপোলেও টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্য অল্প মূল্যে বিতরন করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের শার্শা-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আজ চারটি ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। ইউনিয়ন গুলো হলো-লক্ষনপুর, বেনাপোল, নিজামপুর ও বাহাদুরপুর ইউনিয়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল(রাজস্ব) উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর আ’ লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।
সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে।
সকাল থেকে টিসিবির পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। জেলা সদরের বাইরের অঞ্চলে ও এ কার্যক্রম শুরু হয়েছে।
টিসিবির পণ্য পেয়ে ভুক্তভোগী শাহানারা বেগম বলেন,সরকার আমাগো দুখখূর কথা চিন্তা করে কম দামে জিনিস দিচ্ছে। আমরা অনেক আনন্দ পাচ্ছি।
ভূক্তভোগী আজগার আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের কথা ভেবে টিসিবির যে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উনাকে সারা জীবন মনে রাখবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, রমজানকে লক্ষ করে বাজারে যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে টিসিবির এ সমস্ত পণ্য আমরা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের চিন্তাচেতনা নিয়েই আজ সারাদেশে অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিতরন করছেন। এ ধারাবাহিকতা চলমান থাকবে। বাজারে ব্যবসায়ীরা কারসাজি করে দ্রব্যমূল্যের দাম বাড়ালে প্রশাসন মনিটরিং করে জরিমানার আওতায় আনবে। এ নির্দেশনা সরকারিভাবে তাদেরকে দেওয়া হয়েছে।
বিএসডি/ এলএল