বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে সোমবার (২০জুন) বেলা ১২ টার দিকে একটি চিতাবাঘ উদ্ধার করেছে শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা বন বিভাগকে জানালে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে চিতা বাঘটি উদ্ধার করে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল ও বেনাপোল বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিতা বাঘটি উপজেলা বন বিভাগের হেফাজতে নিয়েছেন।
বিএসডি/ এমআর