খেলাধূলা প্রতিনিধি:
২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান-অস্ট্রেলিয়া। শুরুর আগেই তা পেয়েছে ঐতিহাসিক মর্যাদা। তা উদ্যাপন করতে তিন ম্যাচের টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে দুই দলের প্রয়াত দুই কিংবদন্তি লেগ স্পিনার রিচি বেনো ও আব্দুল কাদিরের নামে।
ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের কথা বললে বেনোর নাম ওপরের সারিতেই থাকবে। ১৯৫৯ সালে পাকিস্তানে প্রথম পূর্ণাঙ্গ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কবজির ঘূর্ণিতে ৬৩ টেস্টে নিয়েছেন ২৪৮ উইকেট। অন্যদিকে ৬৭ টেস্টে ২৩৬ উইকেট শিকার পাকিস্তানের আব্দুল কাদিরের।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়াকে স্পিনে কুপোকাত করার জন্য সেরকমভাবেই উইকেট বানিয়েছে পাকিস্তান। তার পরও স্বাগতিকদের ধবলধোলাইয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অজি স্পিনার ন্যাথান লায়ন, ‘এই মুহূর্তে আরব আমিরাতের উইকেটের মতোই মনে হচ্ছে। খুব একটা ঘাস নেই এবং বলতে পারি প্রথম দিন থেকেই উইকেটে উজ্জ্বলতা ছড়াবে। প্রথম দুই দিন ব্যাট করার জন্য দারুণ এক উইকেট হবে। তবে আশা করছি, স্পিন ও রিভার্স সুইং হবে। ৩-০তে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই পাকিস্তানে এসেছি আমি।’
বিএসডি/ এফএস