বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ফিল্ম এ্যান্ড আর্ট সোসাইটির ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা রাকিন জাহির, মো শাওন আহমেদ মুরাদ ও আহ্বায়ক কমিটির সভাপতি এস.এম. তানবিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিত দত্ত এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জসীম উদ্দীন রিয়াজ মনোনীত হয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে শেখ ইমতিয়াজ, এ এইচ এম আকাশ,যুগ্ম সম্পাদক সেলিনা আক্তার হেনা, মাহমুদ হাসান সৃজন,সাংগঠনিক সম্পাদক রাতুল বসাক,সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম সোমা, ভূপতি ভূষণ সরকার, কোষাধ্যক্ষ মুবাশ্বিরা মুনাওয়ারা নাহিয়ান,দপ্তর সম্পাদক সাইফ আহমেদ জিদান,উপ-দপ্তর সম্পাদক মোছা আসমা আক্তার ইভা,প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদুল ইসলাম শিশির,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা রোকাইয়া এবং কার্যকরী সদস্য পদে সাইফ আহমেদ জিদান,অনামিকা চক্রবর্তী,শোয়েইব আহমেদ,বিক্রম রায় ঋভু,তৌহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, শিল্প ও সংস্কৃতি শিক্ষার্থীদের চিন্তা এবং মননশীলতার উন্নয়ন ঘটায়, সৃজনশীলতার প্রকাশ ঘটায়। ফিল্ম এবং আর্ট সোসাইটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই কাজটিই করবে। আমরা আশা বাদী এই সংগঠন পূর্বের সকল বাধা কাটিয়ে এগিয়ে যাবে নতুনদের নিয়ে৷
উল্লেখ্য, ফিল্ম মেকিং, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও এবং আর্ট তথা চিত্রকলা ও চারুকলা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে ২০১৬ সালের ১১ ডিসেম্বর থেকে বেরোবি ফিল্ম এ্যান্ড আর্ট সোসাইটির যাত্রা শুরু হয়।
বিএসডি/ এলএল