বিনোদন ডেস্ক:
বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘কৃষি ও জীবন’ সিজন-২। প্রচার হবে প্রতি সোমবার সকাল সাড়ে ৯টায়। আয়োজন করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ। সার্বিক তত্ত্বাবধানে টিপু আলম মিলন, ব্যবস্থাপনায় লিটু সোলায়মান, প্রযোজনায় শাহ্ আলম ও আলমগীর রাসেল। এটি উপস্থাপনা করছেন কৃষিবিদ অধ্যাপক ড. হাসনাত সোলায়মান।
তথ্যবহুল এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নের কথা মানুষ তথা কৃষক সমাজ যেমন জানবে তেমনিভাবে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়নে ভূমিকা রেখে স্বাবলম্বী হতে পারবে। সবমিলিয়ে দেশে কৃষির সব উন্নয়ন চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরাই ‘কৃষি ও জীবন’ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের জীবন ও জীবিকার অন্যতম মাধ্যম কৃষি। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রায় মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিবান্ধব বর্তমান সরকারের গৃহীত নানামুখী কৃষি উন্নয়ন প্রকল্পের মধ্যে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ এবং প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা কৃষিবান্ধব বর্তমান সরকারের সুদূরপ্রসারি কৃষিনীতির এক বাস্তব প্রতিফলন।
বিএসডি/জেজে