একই মাদরাসায় পড়ত আরিফ (৮) ও স্নেহা (৬) দুই ভাইবোন। একসঙ্গে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশের একটি নদীতে গোসল করতে যায় তারা। গোসলের সময় ছোট বোন স্নেহা নদীতে ডুবে যায়। বোনকে বাঁচাতে আরিফও ঝাঁপ দেয় নদীতে। ভাগ্যের নির্মম পরিহাসে দুই ভাইবোন একসঙ্গে চলে গেল না ফেরার দেশে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামে ইল্লার বাজারের নিকটস্থ নদীতে ডুবে মারা গেছে আরিফ ও স্নেহা। তারা দুজন চরমোহন গ্রামের বাচ্চু খানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু খানের বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে ছয় বছরের স্নেহা ডুবে যায়। তার ভাই আরিফ তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে দুইজনেরই মৃত্যু হয়।
বাচ্চু খান বলেন, আমার সোনা-মানিকেরা নদীতে পড়ে মারা গেল। আমার আর কিছুই রইল না। এখন আমি কার মুখ দেখে বাঁচব!
ঘরিষার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মাদরাসা থেকে ফিরে দুই ভাইবোন গোসল করতে গিয়ে ছোট বোন স্নেহা নদীতে পড়ে যায় তাকে তুলতে নদীতে ঝাঁপ দেয় আরিফ। এ সময় দুইজনেরই মৃত্যু হয়। বিষয়টি হৃদয়বিদারক। রোববার রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
বিএস/এলএম