নিজস্ব প্রতিনিধি,
সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে গতকাল ১১ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ এর ৫নং ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে (মোঃ ফরিদুল হক খান, এমপি) মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ হিসেবে রমেশ চন্দ্র সেন, মাননীয় সংসদ সদস্য, ৩ ঠাকুরগাঁও-১ এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ হিসেবে বেগম আরমা দত্ত, মাননীয় সংসদ সদস্য, ৩১১ মহিলা আসন-১১ দায়িত্ব পালন করবেন। মোঃ নূরুল ইসলাম, (পিএচডি)সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদাধিকার বলে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রজ্ঞাপনে সুপ্ত ভূষণ বড়ুয়া, পিতা- বিধু ভূষণ বড়ুয়া, রোড- ১০/এ, বাসা নং- ২৩৬/২, ধানমন্ডি, ঢাকা কে ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১২ (বারো) সদস্য বিশিষ্ট পূণর্গঠিত ট্রাস্টি বোর্ড এর অন্য ট্রাস্টিগণ হলেন মিথুন রশ্মি বড়ুয়া, পিতা- মৃত ডা: দ্বিজেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- পশ্চিম রাউজান, ডাকঘর- রমজান আলী হাট, উপজেলা- রাউজান, জেলা- চট্টগ্রাম, মিসেস ববিতা বড়ুয়া, স্বামী- অরুণ বড়ুয়া, গ্রাম ও ডাক- পদুয়া, উপজেলা- লোহাগাড়া, চট্টগ্রাম, মিসেস রুপনা চাকমা, স্বামী- জীবানানন্দ চাকমা, মাতা- সবিতা চাকমা, সাং- দক্ষিণ খবংপড়িয়া, খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, জনাব মং ক্য চিং চৌধুরী পিতা- মৃত ক্য মং চৌধুরী, মধ্যপাড়া, ৫নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা, রঞ্জন বড়ুয়া
পিতা- মিহির রঞ্জন বড়ুয়া, গ্রাম- দক্ষিণ ঘাটচেক ৪নং পৌর ওয়ার্ড, ডাকঘর- রাঙ্গুনিয়া, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, জয় সেন তঞ্চঙ্গ্যা পিতা- বান্দর্য্যা তঞ্চঙ্গ্যা গ্রাম- লত্যাছড়ি, ৬নং ওয়ার্ড, ৩নং ফারুয়া ইউনিয়ন, ডাকঘর- বিলাইছড়ি, উপজেলা- বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, জ্যোতিষ সিংহ, পিতা- মৃত মনমোহন সিংহ, গ্রাম- আলীশ্বর, ডাকঘর- আলীশ্বর, উপজেলা- লালমাই, জেলা- কুমিল্লা।
প্রজ্ঞাপন অনুসারে পুনর্গঠিত ট্রাস্টি বোর্ড-এর মেয়াদকাল ২৫/০৭/২০২১ তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে সরকার যে কোন ট্রাস্টির নিয়োগ বাতিল করতে পারবেন। অনুরূপভাবে কোন ট্রাস্টি ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর তাঁর পদত্যাগ পত্র দাখিল করতে পারবেন।
বিএসডি / মাজিদ