খেলাধূলা প্রতিনিধি:
রাসেল বল হাতে পেয়েছিলেন গুজরাটের ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম দুই বলে রাসেল ফিরিয়ে দেন অভিনব মনোহর ও লকি ফার্গুসনকে। দুজনই ক্যাচ দিয়েছেন ডিপ মিডউইকেটে রিংকু সিংয়ের হাতে। আলজারি জোসেফ স্বদেশি রাসেলকে হ্যাটট্রিক পেতে দেননি। ১ রান নিয়ে জোসেফ প্রান্ত বদলের পর স্ট্রাইকে এসেই বাউন্ডারি রাহুল তেওয়াতিয়ার। পরের বলে আবারও বড় শট খেলতে গিয়ে সেই রিংকুর হাতেই ক্যাচ দিলেন তেওয়াতিয়া। শেষ বলে আর রিংকুকে বল ছুঁতে দেননি রাসেল। নিজের বলে ফিরতি ক্যাচ নিয়েছেন যশ দয়ালের।
শেষ ওভারে ৪ উইকেট হারানো গুজরাট ৯ উইকেটে করে ১৫৬ রান। সর্বোচ্চ ৬৭ রান এসেছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। তিনে নেমে ৪৯ বলে ৪ চার ও ২ ছক্কায় এই রান করেছেন। ১৮তম ওভারে অধিনায়কের বিদায়ের পর শেষ ১৬ বলে মাত্র ১৮ রান তুলতে পারে গুজরাট।
রান তাড়ায় কলকাতার হয়ে সর্বোচ্চ ইনিংসটা রাসেলেরই। এ ছাড়া বলার মতো রান পেয়েছেন রিংকু। ২৮ বলে ৩৫ রান করেছেন এক ওভারে ৩ ক্যাচ নেওয়া খেলোয়াড় ।
বিএসডি/ এমআর