বরিশাল প্রতিনিধি:
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদান করে ৫০ লাখ পরিবারের জীবন-জীবিকা রক্ষার দাবিতে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে সংগ্রাম পরিষদ এ সমাবেশ করে।
সমাবেশে সংগ্রাম পরিষদ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে সংগ্রাম কমিটির প্রস্তাবনা যুক্ত করে বিআরটিএ প্রস্তাবিত ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানায়। এ সময় তারা প্রায় ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী ও নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ হাসেম আলীসহ অনেকে।
সমাবেশ শেষে তারা মিছিল সহকারে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
বিএসডি/ এলএল