নিজস্ব প্রতিনিধি:
শেষ হয়ে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের এবারের অভিযান। গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের হয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। তবে দুই কোয়ালিফায়ারে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিবের দল গায়ানা।
বল হাতে কোনো উইকেটের দেখা পাননি সাকিব, ৩ ওভারে দিয়েছেন ৩০ রান। দুটি উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড। ওডিন স্মিথ ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান।
২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৮৯ রানে থামে সাকিবের গায়না। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন সাকিব। ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন তিনি। আগামীকাল শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বার্বাডোজ ও জ্যামাইকা তালাওয়াহ।
বিএসডি/কাফি