নিজস্ব প্রতিবেদক:
ইন্টারপ ২০২২ বেঞ্চমার্ক তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে গুগল, অ্যাপল, মাইক্রোসফট, মজিলা, ইগালিয়া ও বোকুপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে ও সমস্যার সমাধানে অধিকাংশ ব্রাউজার পরিষেবা প্রতিষ্ঠান ও অংশীদার এ উদ্যোগ গ্রহণ করেছে। খবর অ্যাপল ইনসাইডার।
প্রযুক্তি জগতে বিদ্যমান ব্রাউজারগুলোয় ওয়েব ডেভেলপাররা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলোর সমাধানে ইন্টারপ ২০২২ বেঞ্চমার্ক তৈরি করা হবে। সাধারণ অর্থে এর মাধ্যমে ব্রাউজারের বিভিন্ন অ্যাপ, ফিচার ও পরিষেবা সমস্যার সমাধানে কাজ করা হবে।
এক ব্লগপোস্টে গুগলের ডেভেলপার দল জানায়, ইন্টারপ ২০২২ ওয়েবের ১৫টি ক্ষেত্রের বিকাশে সহায়তা করবে। তবে সমস্যা সমাধানে ব্রাউজার পরিষেবা প্রতিষ্ঠানগুলোর এটি প্রথম উদ্যোগ নয়। ২০১৯ সালে মজিলা, গুগল, এমডিএন ডেভেলপারের নিডস অ্যাসেসমেন্ট জরিপে অংশ নেয় এবং ব্রাউজার কম্পাটিবিলিটি প্রতিবেদন প্রকাশে যুক্ত হয়।
যে ১৫টি ক্ষেত্রে ইন্টারপ ২০২২ কাজ করবে সেগুলো হলো ক্যাসকেড লেয়ার, কালার স্পেসেস, সিএসএস কালার ফাংশনস, নিউ ভিউপয়েন্ট ইউনিটস, স্ক্রলিং, সাবগ্রিড ও ডায়ালগ। ওয়েবকিট ব্লগে এক বিবৃতিতে অ্যাপল জানায়, বছরজুড়ে ইন্টেরপ ২০২২-এর ড্যাশবোর্ডে আপডেট দেয়া হবে। সেখানে ডেভেলপারদের সমাধানকৃত নতুন বাগ, নতুন ফিচার সংযোজন ও পরীক্ষা পদ্ধতির উন্নয়নের বিষয়ে তথ্য দেয়া হবে।
বিএসডি/ এফএস