আন্তর্জাতিক ডেস্ক-
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে বোলসোনারোর। চিকিৎসকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক রয়েছে। তা থেকেই এই সমস্যার সৃষ্টি। প্রয়োজনে প্রেসিডেন্টের অস্ত্রোপচার করা হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত ৩ জুলাই দাঁতের চিকিৎসা করিয়েছিলেন ৬৬ বছর বয়সী এই নেতা। এরপর থেকেই ভয়ঙ্করভাবে হেঁচকি উঠছে তার।
বোলসোনারো বর্তমানে সাও পাওলোর দ্য ভিলা নোভা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট কিছুদিন হাসপাতালেই থাকবেন। তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে।
২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে। এরপর থেকে আর পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি উগ্র ডানপন্থী এই নেতা
বিএসডি/ মাজিদ