আন্তর্জাতিক ডেস্ক:
দেশের দক্ষিণ-পূর্বে আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হানার পর একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। মেয়র লুসিয়ানো ভিদাল বলেন, ৭০টির বেশি পরিবার গৃহহীন হয়েছে। এসব মানুষকে আশ্রয় ও থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
পারাটি মেয়র আরও বলেন, ভূমিধসে সড়কগুলো অবরুদ্ধ হয়ে গেছে। শহরে কিছু এলাকা এখন জনবিচ্ছিন্ন। আর গোটা এলাকায় বিদ্যুৎ নেই। এক দিনে পারাটিতে ৩২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক দিনে ছয় মাসের সমান বৃষ্টি হয়েছে। সেখানে বন্যা ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যুর কথা জানান তিনি।
দুই দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র স্রোতে অনেকের ব্যক্তিগত গাড়ি ভেসে গেছে। পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসে সেখানকার দরিদ্র অধিবাসীরা প্রতিবছর এ ধরনের ট্র্যাজেডির শিকার হন।
বিএসডি/ এমআর