ক্রীড়া ডেস্ক,
‘আমরা চলে যাচ্ছি। আমাদের ৩ জনকে খেলতে দেয়া না হলে সকলেই চলে যাবো। আমরা তিন দিন ধরে এখানে অবস্থান করছি, তারা অপেক্ষা করছিল ম্যাচ শুরু হওয়ার জন্য! এর আগে আসেনি কেনো? বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল স্বাস্থ্য কর্মকর্তাদের বাধা পাওয়ায় কথাগুলো বলছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কথার সঙ্গে মিলে যায় কনমেবলের শৃঙ্খলাবিধি। খেলোয়াড় সংক্রান্ত কোনো জটিলতা থাকলে, তা ম্যাচের আগে বা পরে মেটানোর নিয়ম। ব্রাজিল যদি নিয়ম ভঙ্গই করে, তবে কি পয়েন্ট পাবে আর্জেন্টিনা?
এ ব্যাপারে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এইরে দে সান্তা ফে’র সাংবাদিক আন্দ্রে ইয়োসেন কনমেবলের শৃঙ্খলাবিধি নিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লিখেন, ‘শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারা অনুসারে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় বাধা দেয়া যাবে না।
খেলোয়াড় সংক্রান্ত কোনো জটিলতা থাকলে, তা ম্যাচ শুরুর আগে কিংবা শেষ হওয়ার পর সমাধান করতে হবে। কোনো মতেই ম্যাচ চলাকালীন করা যাবে না। এমনটি হলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সে দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট।’
ম্যাচ শুরুর একদিন আগে থেকেই অবশ্য গুঞ্জন চাউর হয় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে খেলতে দেয়া হবে। তবে ব্রাজিলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি বলে দাবি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। তিনি বলেন, ‘আমাদেরকে আগে বলা হয়নি ওই চারজন খেলোয়াড়ের ব্যাপারে। আমরা ম্যাচটা খেলতে চেয়েছিলাম। আমি জানি, ব্রাজিলের খেলোয়াড়েরাও খেলতে চেয়েছিল।’
স্কালোনি বলেন, ‘ব্যাপারটা অনেক কষ্টের। আমি বলতে চাই না এর দায় কার। তবে আমার মনে হয় না ম্যাচ স্থগিত করে দেয়া যৌক্তিক ছিল। কনমেবল আমাদের বলেছে ওই চারজনকে নিয়ে খেলতে কোনো সমস্যা নেই।’
কোপা আমেরিকার ফাইনালের পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ দেখতে উন্মুখ ছিল গোটা বিশ্ব। কিন্তু আচমকা স্বাস্থ্য বিভাগের কর্তারা বাধা সৃষ্টি করায় রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করা থেকে বঞ্চিত হয় ভক্ত-সমর্থকরা। স্কালোনি বলেন, ‘ম্যাচটা সবার জন্যই উৎসবের মতো ছিল। সবাই বিশে^র সেরা খেলোয়াড়দের খেলা দেখতে পেতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হলো। কোচ হিসেবে এমন পরিস্থিতিতে আমার দায়িত্ব আমার খেলোয়াড়দের রক্ষা করা। আশা করি আর্জেন্টিনার মানুষ সেটা বুঝবে।’
এদিকে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি ‘আনভিসা’র বরাত দিয়ে সাংবাদিক স্যাম স্ট্রিট জানিয়েছিলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে চারজন আর্জেন্টাইন খেলোয়াড়কে দেশ ছাড়ার আদেশ দিয়েছিল ব্রাজিল।
ইংলিশ প্রিমিয়ার লীগ খেলে আসা কোনো খেলোয়াড়ের ব্রাজিলে খেলতে নামার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন করার নিয়ম। আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লো সেলসো এবং বুয়েন্দিয়া মানেননি এই নিয়ম। এমন অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা ম্যাচ শুরু সাত মিনিটের মাথায় খেলা বন্ধ করে দেন।
বিএসডি/এএ