ক্রীড়া ডেস্ক,
দুয়ারে ব্রাজিল আর্জেন্টিনা মহারণ। আর মাত্র ঘণ্টা দশেকের অপেক্ষা। তারপরই দেখা মিলবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার এই লড়াইয়ের। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের এই লড়াইও আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কাছে ‘বিশেষ কিছু’ নয়। জানালেন, আর সব ম্যাচ যেমন গুরুত্ব দিয়ে খেলেন, সেটাই আবার খেলতে চায় তার দল।
আর্জেন্টিনাকে ২৮ বছর পর কোপা আমেরিকা জেতানো এই কোচ জানালেন সব ম্যাচকেই সমান গুরুত্ব দেয় তার দল, কোনো ম্যাচেই কম নয়। আর সে কারণেই ব্রাজিলকে বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে না তাদের।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা সব ম্যাচেই একই রকমভাবে খেলি, সেটা প্রতিপক্ষ যেই হোক না কেন। আমরা সব ম্যাচকেই সমানভাবে নেই, সর্বোচ্চ গুরুত্ব দেই। আমরা কাজটা সম্ভাব্য সেরা উপায়ে, সর্বোচ্চ মান নিয়েই করতে চাই।’
ইউরোপীয় লিগের দলগুলো বেঁকে বসায় ব্রাজিলে নেই ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, অ্যালিসন বেকারের মতো বেশ ক’জন বড় খেলোয়াড়। তবে এরপরও ব্রাজিলকে সমীহের চোখেই দেখলেন কোচ।
স্ক্যালোনি বললেন, ‘যেই খেলুক না কেন, ব্রাজিল সবসময়ই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। তাদের দারুণ পর্যায়ের একটা দল আছে, আর খেলোয়াড়দের কারণে সবসময়ই তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ কারণে ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে হবে।’
আর ব্রাজিলের এই খেলোয়াড় না পাওয়ার বিষয়টাকে স্ক্যালোনি দেখলেন কোচ তিতের জন্য সুযোগ হিসেবেই। বললেন, ‘ব্রাজিল এখনো বিশ্বের অন্যতম সেরা দল। সমস্যায় পড়াটা, আর সমাধান পাওয়ার চেষ্টা মূলত একজন কোচকে আরও ঋদ্ধই করে।’
তবে নিজের দল নিয়েও কিছুটা আক্ষেপ আছে তার দলের। বললেন, ‘ব্রাজিলের স্কোয়াড সম্পর্কে একটা ধারণা আছে আমার। কিন্তু ভেনেজুয়েলা ম্যাচে যারা খেলেছে, তাদের নিয়েই এখনো অনুশীলন করতে পারিনি আমরা। আমরা সম্ভবত কিছু পরিবর্তন আনতে পারি পরের ম্যাচে।’
ভেনেজুয়েলা ম্যাচে কড়া রক্ষণাত্মক কৌশলের মুখোমুখি হতে হয়েছিল দলকে। ব্রাজিল ম্যাচে অবশ্য ভিন্ন পরিস্থিতিতেই পড়তে হবে স্ক্যালোনির আর্জেন্টিনাকে। সে নিয়েও প্রস্তুতি আছে দলের, জানালেন কোচ।
স্ক্যালোনির ভাষ্য, ‘ভিন্ন পরিস্থিতির জন্য আমরা তৈরি। খেলায় এমন সময় আসেই। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কী করতে হয়, তা আমরা জানি। আমরা জানি যখন আমাদের পায়ে বল থাকবে তখন কী করতে হবে তা জানি, যখন বল পায়ে থাকবে না সে সময়ের কর্তব্যটাও আমরা জানি।’
বর্তমানে চার জয় আর তিন ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। পরের দুটো ম্যাচে জয় বের করে নিতে পারলে সেটা ২১ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। কোচ স্ক্যালোনি চাইছেন তেমন কিছুই, ‘আমি মনে করি, পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগেই একটা পরিষ্কার অবস্থানে চলে আসতে পারব।’
সেজন্যেই জয়ের জন্য মরিয়া চেষ্টার তাগিদ দিলেন দলকে। বললেন, ‘জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে, ভালো ভাবমূর্তি নিয়ে বেরিয়ে যেতে হবে। এটা চলতেই থাকবে। আমাদের খেলোয়াড়রা অবশ্য এমন চাপ নিয়ে খেলতে খুবই অভ্যস্ত।’
তবে সেটা না হলে নিদেনপক্ষে একটা পয়েন্ট হলেও ঝুলিতে পুরতে চান তিনি। বললেন, ‘আজ আমরা পয়েন্ট অর্জন করতে চাই। প্রথম হওয়ার ভাবনাটা একপাশে রেখে সেটা করতে চাই। কারণ এটা আমাদের প্রধান লক্ষ্য নয়। বিশ্বকাপের জন্য উত্তীর্ণ হওয়াটাই আমাদের উদ্দেশ্য।’
বিএসডি/আইপি