এম এ মান্নান, কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনে সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন- সাংবাদিক আমাদের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা নিউজ ২৪ এর আশিকুর রহমান, জহিরুল হক বাবু, মাইটিবির ক্যামেরা পারসন বাপ্পি, বিপ্লব ও গাড়িচালক। এছাড়াও আহত হয় আনারসের এজেন্ট কিশোর,মনির, শান্ত, পারভেজ, গফুর, মোজাহের, ফখরুল, দেলু সহ অনেকে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রর সংবাদ ও ছবি সংগ্রহে গেলে দুলালপুর বাজারে হামলায় শিকার হন তারা।
সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলাল পুরে এস এম এন্ড কে উচ্চ বিদ্যলয়ে কেন্দ্রে সকালে উপজেলা উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থী আবু জাহেরের মার্কা আনারসের এজেন্ট ঢুকার সময় প্রতিপক্ষ নৌকার প্রার্থী জাহাঙ্গীর চৌধুরীর সমর্থীত সন্ত্রাসী বাহিনীর নেতা সাজ্জাদ, বায়েজিদ, রনি, সবুজ, তানজির, এরশাদ, শাহআলম, দেলুপাংগাস নেতত্বে হামলা সাংবাদিকদের ওপর হামলা করে বলে জানান আহত সাংবাদিকরা।
স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।