নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
সোমবার দুপুরে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার নায়েব আলী নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের মৃত মিয়ার ছেলে। এর আগে রবিবার রাতে কড়ইকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, রবিবার সন্ধ্যায় অবৈধ অস্ত্রে কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। তখন নায়েব আলীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করা হয়। এতে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিএসডি/ এলএল