নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কসবা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লার বুড়িচং থেকে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় রাত পৌনে একটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষ অগ্নিকাণ্ডের কারণ বলা যাবে।
বিএসডি /আইপি