নিজস্ব প্রতিবেদক:
সালাম চৌধুরী বলেন, ‘ঢাকা শহরে এমন তাজা মাছ পাওয়া যায় না। এ ছাড়া এত বড় চিতল মাছ সচরাচর পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েছি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বর্তমান সময়কে বলেন, নদীতে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এতে জেলেদের জালে প্রায়ই বড় মাছ ধরা পড়ছে। বড় মাছ ধরা পড়লে সবাই দেখে আনন্দ পান আর জেলেরাও ভালো দাম পান।
বিএসডি/ এফএস