খেলাধূলা প্রতিনিধি:
প্রত্যাবর্তনের গল্প মনে হয় এটাকেই বলে। প্রথম দুই ম্যাচে খুবই বাজেভাবে পরাজয়ের পর শঙ্কা জাগে সিরিজ খোয়ানোর। তবে সেটি হতে দেননি ভারতের ক্রিকেটাররা। চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে লড়াইয়ে ফিরে আসে ভারত। এবার চতুর্থ টি-টোয়েন্টিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখলো তারা। দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতা করেছে টিম ইন্ডিয়া।
শুক্রবার (১৭ জুন) রাজকোটে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান সফরকারী দলের অধিনায়ক টেম্বা ভুবামা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৫ রান করেই বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড। এরপর তিনে নামা শ্রেয়াস আইয়ারও ৪ রান করে বিদায় নেন। মিডল অর্ডারে ভারতকে জয়ের পুজি এনে দেন হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক।
পান্ডিয়া ৩১ বলে ৪৬ ও কার্তিক ২৭ বলে ৫৫ রান করেন। তার আগে ইশান কিষাণ ২৭ ও অধিনায়ক রিশাভ পান্ট করেন ১৭ রান। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।
লুঙ্গি এনগিদি ২টি এবং মার্কো জেনসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিখ নর্টজে ও কেশাভ মহারাজ একটি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে থাকতে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ৮২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। বল হাতে প্রায় একাই সফরকারী দলের ব্যাটিং লাইলআপ ধসিয়ে দেন আভিশ খান। ৪ ওভারে ১৮ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। এছাড়া চাহাল ২টি এবং হার্শাল প্যাটেল ও আক্সার প্যাটেল একটি করে উইকেট নেন। এই জয়ের ফলে সিরিজে এখন ২-২ সমতা।
বিএসডি/ এমআর