নকশাবহির্ভূত ও অনুমোদনহীন নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় নির্মাণাধীন পাঁচটি ভবন আংশিক অংশ অপসারণ করা হয়।
অপসারণের পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যেন ভবিষ্যতে নকশা ব্যত্যয় করে কোনো নির্মাণকাজ না করে। এ অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ও অথরাইজড অফিসার সাঈদা ইসলাম।
জানা গেছে, রাজউক থেকে মালিকপক্ষকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত না করে নির্মাণকাজ চলমান রাখে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, পাঁচটি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক উচ্ছেদ করা হয়েছে। ভবন মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আমরা আইন অনুযায়ী অভিযান চালিয়েছি। জনস্বার্থে রাজউকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএসডি/ এফ এ