স্পোর্টস ডেস্ক:
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আরেকটি হতাশার গল্প। সেমিফাইনালে খেলার বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও, একের পর এক বেদনার কাব্যই লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে ২০১৬ সালের ষষ্ঠ আসর ও ২০২১ সালের সপ্তম আসরের শেষটা মিলে গেছে এক বিন্দুতে।
টানা চার পরাজয়ে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের বিদায়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার নতুন গল্পই লিখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অলআউট হয়ে গেছে মাত্র ৭৩ রানে। চার ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
বিশ্বকাপের শেষ ম্যাচ আর বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ যেন গেঁথে যাচ্ছে একই সুতোয়। ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া সবশেষ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য করতে হতো ১৪৬ রান।
কিন্তু ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে ১৫.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয় বাংলাদেশ। যা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। নিউজিল্যান্ডের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন মিডিয়াম পেসার গ্র্যান্ট এলিয়ট ও লেগস্পিনার ইশ সোধি।
এবার পাঁচ বছর আরেকটি বিশ্বকাপের শেষ ম্যাচে কিউইদের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ১৫ ওভারে ৭৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস। এই ম্যাচেও ছড়ি ঘুরিয়েছেন এক লেগস্পিনার। অস্ট্রেলিয়ার পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ১৯ রানে পাঁচ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই ৭৩ রানের ইনিংসটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে দুইবার ও চলতি বছরে চারবার একশ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। বিশ্বের আর কোনো টেস্ট খেলুড়ে দেশ এক বছরে তিনবারও একশ রানের নিচে অলআউট হয়নি।
বিএসডি / আইকে