বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভাবি ইসরাতুন্নেসা কাদেরের নির্দেশে সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যায় মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ অভিযোগ করেন। তবে এর প্রায় তিন ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলা হয়।
ফেসবুকে কাদের মির্জা লিখেছিলেন, ‘ওবায়দুল কাদের, তাঁর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাংসদ নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল…আমাকে ও আমার সন্তানকে হত্যার জন্য মাঠে নেমেছে। আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’
কাদের মির্জার ফেসবুক পোস্টের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের, তাঁর স্ত্রীসহ অন্য নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যাচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসল কথা হলো, কাদের মির্জা নিজেই সন্ত্রাসী লালন করেন। সাম্প্রতিক সময়ে তাঁর বাহিনীর হাতে কোম্পানীগঞ্জে দুটি হত্যাকাণ্ডই তার বড় প্রমাণ।’