চাঁপাইনাবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনাবাবগঞ্জ ভাঙারি দোকান থেকে একটি বিষাক্ত রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। এ সময় সাপটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার উপকণ্ঠ এলাকার আখতারুল ইসলামের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়।
মতিউর রহমান বলেন, সাপ ধরার অভিজ্ঞতা রয়েছে তার। সাপটিকে কৌশলে ধরার পর লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে।
তিনি জানান, প্রাপ্ত বয়স্ক রাসেল ভাইপার ৭০-৮০ টি ডিম দেয়। এটি শান্ত প্রকৃতির। একান্ত আঘাত না পেলে কামড় দেয় না। ধীর গতির হলেও কামড় দিলে ক্ষতির পরিমাণ অন্যান্য সাপের তুলনায় বেশি।
তিনি আরও বলেন, স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়েছে। শুক্রবার সকালে তারা সাপটি নিয়ে যাবে।
বিএসডি/জেজে