আন্তর্জাতিক ডেস্ক
আরব সাগরে ভারতের কেরালার উপকূলের কাছে কাত হয়ে গেছে বিপজ্জনক পণ্যবাহী একটি কার্গো জাহাজ। শনিবার (২৪ মে) এ ঘটনা ঘটে। এতে করে কিছু কনটেইনার জাহাজ থেকে পড়ে যায়।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুথুঘদিতে যাচ্ছিল।
সাগর উত্তাল থাকায় জাহাজটি কাত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এটি এখন কেরালা উপকূলের কাছে কাত হয়েই ভেসে আছে।
সেখানে উদ্ধার অভিযান চালাতে ভারতীয় নৌবাহিনীর দোরনিয়ার বিমান এবং কোস্টগার্ডের সদস্যরা গেছেন। জাহাজটির ৯ জন ক্রু লাইফ জ্যাকেট পরে জাহাজ থেকে বেরিয়ে গেছেন। আরও যেসব ক্রু এখনো জাহাজে আছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এটি সামুদ্রিক পেট্রল এবং লো সালফার জ্বালানি পরিবহণ করছিল। এতে ২২ থেকে ২৪ জন ক্রু ছিলেন।
যারা এখনো জাহাজে আছেন তাদের কাছে হেলিকপ্টারের মাধ্যমে জীবন রক্ষাকারী পণ্য পাঠিয়েছে ভারত। জাহাজটির শনিবার রাত ১০টায় কোচিতে পৌঁছানোর কথা ছিল।
এদিকে জাহাজ কাত হওয়ার ঘটনায় বিশেষ সতর্কতা জারি করেছে কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থানা কর্তৃপক্ষ (কেএসডিএমএ)। তারা বলেছে, বিপজ্জনক পণ্যবাহী ৬ থেকে ৮টি কনটেইনার সমুদ্রে পড়ে গেছে। এই কনটেইনারগুলোর কাছে না যেতে এবং দেখতে পেলে জরুরি নাম্বারে কল দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: দ্য স্টেটসম্যান