ক্রীড়া ডেস্ক,
দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ফাওয়াদ আলম। দীর্ঘ ১১ বছর পর দলে ফিরে রানের বন্যা বসিয়ে চলেছেন এই বাঁহাতি। ২০০৯ সালে প্রথম সেঞ্চুরি হাঁকানোর পরে ২০২১ সালে এসে ফাওয়াদ পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকিয়ে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্রুততম পাঁচ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষে বসেছেন ফাওয়াদ। পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে তিনি খেললেন ২২টি ইনিংস। এতদিন এই রেকর্ড ছিল ভারতের চেতশ্বর পূজারার। তিনি ২৪ ইনিংসে প্রথম পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার পরের নামগুলো হলো কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কারের। দুজনেই ২৫ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। ফাওয়াদ ছাড়িয়ে গেলেন তাদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২১৩ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন ফাওয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৯ রানে তৃতীয় দিনে শেষ করেছে ক্যারিবীয়রা।