খেলাধূলা প্রতিনিধি:
ভারত শক্তিশালী প্রতিপক্ষ, নিঃসন্দেহে। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশ কখনোই হারাতে পারেনি তাদের। কিন্তু নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে নিগাল সুলতানা–শারমিন আক্তার–সালমা খাতুনদের যে পারফরম্যান্স, তাতে জয়ের একটা প্রত্যাশা ছিলই। জয় না হোক, নিদেনপক্ষে লড়াই—এমন কিছুর আশা তো ছিলই ক্রিকেটপ্রেমীদের। কিন্তু হ্যামিল্টনে আজ ব্যাট হাতে ব্যর্থ মেয়েরা। ভারতের কাছে ১১০ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা।
লক্ষ্যমাত্রাটা সহজ ছিল না। ২৩০ রানের লক্ষ্যে জয়ের চিন্তায় বাংলাদেশকে ব্যাটিংটা করতে হতো নিজেদের ছাপিয়ে গিয়েই। সেটি তো হয়–ই নি, নিজেদের সাধারণ খেলাটাও খেলতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ভারতের ২২৯ রানের জবাবে শুরু থেকেই এলোমেলো ছিলেন তাঁরা। শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানারা ব্যাট হাতে কিছুই করতে পারেননি। উদ্বোধনী ব্যাটসম্যান মুর্শিদা শুরু করেছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। ব্যাট হাতে সালমা খাতুন আর লতা মণ্ডল ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। লতা–মুর্শিদা–সালমাদের কল্যাণে অন্তত একশ রান পার হতে পেরেছে বাংলাদেশ।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এটি ছিল বাংলাদেশের মেয়েদের পঞ্চম ম্যাচ। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হারে দল। আজকের ম্যাচে হেরে কার্যত বিশ্বকাপ শেষই হয়ে গেল মেয়েদের।
বিএসডি/ এমআর