স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ঝুলে ছিল ভারতের সেমিফাইনাল-ভাগ্য। বিরাট কোহলিদের সব সম্ভাবনা শেষ হয়েছে গতকাল নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারানোয়।
কোহলিদের বিদায়ে বেশ দুঃখই পেয়েছেন গতিদানব শোয়েব আখতার। নিজের দেশ পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গেছে, এরপরও। কারণ ভারতকে শেষ চারে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন ফাইনালেও। তার ইচ্ছা ছিল, ভারত আর পাকিস্তান ফাইনালে খেলুক এবং পাকিস্তান জিতুক।
পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার বলেন, ‘অনেকেই বলছেন, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় ভাল হয়েছে। কারণ ভারত ছিটকে গিয়েছে। আমার ইচ্ছা ছিল, ভারতও ফাইনালে উঠুক। আগেও বলেছি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান মাত্র এক বার কেন খেলবে? কেন ফাইনালে খেলবে না? আমি চেয়েছিলাম, ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ফাইনালে খেলুক এবং আবার হারাক। ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের পক্ষে ভাল। বিশ্বকাপটাকে তা হলে বড় মনে হবে।’
তার দল পাকিস্তানকে সেমিফাইনালে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তা নিয়ে চিন্তিত নন শোয়েব। তবে পাকিস্তানের যা ফর্ম, তাতে কোনো দলকেই চোখে লাগছে না তার। বলেন, ‘পাকিস্তান যা খেলছে, তাতে কোন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে, সেটা নিয়ে আমি চিন্তিত নই।’
বিএসডি / আইকে