আন্তর্জাতিক ডেস্ক-
দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের তিন রাজ্যে বজ্রপাতে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই বজ্রপাতে ৪১ জন মারা গেছেন। আর আহত হয়েছেন আরও ১৭ জন।
সোমবার (১২ জুলাই) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, বজ্রপাতে এতো মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।
ভারতের রাজস্থানে বজ্রপাতে মারা গেছেন ২০ জন। এছাড়া মধ্যপ্রদেশ থেকে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিএসডি/এমএম