আন্তর্জাতিক ডেস্ক
মাঝ-আকাশে বয়স্ক এক নারী যাত্রীর প্রাণহানির ঘটনায় ভারতের মহারাষ্ট্রের মুম্বাই থেকে উড্ডয়ন করা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। রোববার রাতে ছত্রপতি সম্ভাজিনগরের চিকালথানা বিমানবন্দরে ইন্ডিগোর ওই ফ্লাইট জরুরি অবতরণ করে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মুম্বাই থেকে বারাণসীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমান। যাত্রা শুরুর কিছুক্ষণ পর মাঝ-আকাশে এক বৃদ্ধা মারা যান। পরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের চিকালথানা বিমানবন্দরে ফ্লাইটের জরুরি অবতরণ করেন পাইলট।
দেশটির দৈনিক দ্য হিন্দু বলেছে, গত ৬ মার্চ ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-৫০২৮ ফ্লাইটের যাত্রী ছিলেন ৮৯ বছর বয়সী সুশীলা দেবী নামের ওই নারী। মুম্বাই থেকে বিমানের ফ্লাইটটি যাত্রা শুরুর কিছুক্ষণ পর অসুস্থ বোধ করেন তিনি।
তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিমানের ক্রুরা ফ্লাইটে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেন। পরে বিমানের পাইলট নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়ে দেন।
গণমাধ্যম বলছে, সেদিন স্থানীয় সময় রাত ১০টার দিকে ছত্রপতি সম্ভাজিনগরের চিকালথানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর ওই ফ্লাইট। পরে বিমানবন্দরের জরুরি মেডিকেল দলের সদস্যরা সেখানে পৌঁছে অসুস্থ যাত্রীর পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, বিমান অবতরণের আগেই ওই যাত্রী মাঝ-আকাশে মারা গেছেন।
এক বিবৃতিতে ইন্ডিগো এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে মুম্বাই থেকে বারাণসীর উদ্দেশে যাত্রা শুরু ৬ই-৫০২৮ ফ্লাইটটি আওরঙ্গবাদে (ছত্রপতি সম্ভাজিনগর) ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া সত্ত্বেও ওই নারী যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।