আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুজরাটের মোরবি সেতু দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪১ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতবাক গোটা ভারত, শোকস্তব্ধ বিশ্ববাসী।
এরই মধ্যে এ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। একেই সঙ্গে ওই ঘটনাকে ‘দুঃসময়’ বলে আখ্যা দেন বাইডেন।
জো বাইডেন বলেন, “আজ আমাদের হৃদয় ভারতের সঙ্গে আছে। যারা সেতু দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন, সেই সব পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে চাই জিল (জিল বাইডেন, জো বাইডেনের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি) এবং আমি। অনেক প্রাণ হারিয়েছে। গুজরাটের জনগণের শোকে আমরাও মর্মাহত।”
বাইডেনের কথায়, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের নাগরিকদের মধ্যে গভীর বন্ধন রয়েছে। আমরা একে অপরের অপরিহার্য অংশীদার। এই কঠিন সময়ে, আমরা ভারতীয় জনগণের পাশে দাঁড়াব এবং সমর্থন করব।”
এছাড়াও এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসও।
উল্লেখ্য, গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ জামানার সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে। এরপর কয়েকদিন আগেই ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল সেতুটি। রবিবার সন্ধ্যায় সেই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সে সময় ব্রিজের ওপর কয়েকশ’ মানুষ ছিল বলে গণমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তাদের মধ্যে প্রচুর শিশু এবং নারীও ছিল। এই দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। ঘটনা প্রসঙ্গে গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেন, “গত সপ্তাহে সংস্কার করা হয়েছিল সেতুটির। আমরা এই দুর্ঘটনায় হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি… সরকার এই দুর্ঘটনার দায় স্বীকার করছে।” সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান
বিএসডি/এফএ